Thursday, November 1, 2007

আকাশকুসুম

আমেরিকায় কালকে ছিল হ্যালোউইন। সন্ধার পর বাচ্চারা নানারকম বিচিত্র পোশাক পরে বন্ধুবান্ধব নিয়ে বাইরে বের হয়। তারপর প্রতিবেশীদের বাড়ির দরজায় টোকা দিয়ে বলে “trick or treat?” বেশিরভাগই খাবার দাবার ধরিয়ে দিয়ে বিদায় করে। এরকম কয়েকটা বাড়ি ঘুরলেই ঝুলিতে বেশ অনেক চকলেট জুটে যাবে। তারপর ঘরে ফিরে সেসব সাবাড় করার পালা। বিশাল একটা মিষ্টিকুমড়ার ভেতরে বাতি রেখে সেটাকে নাকি বাড়ির পোর্চ বা বারান্দায় ঝুলিয়ে দেয়া হয়। তার আগেই কুমড়াটার পেটের নাড়িভুঁড়ি বের করে গায়ে চোখ নাক মুখের আকার দিয়ে রাখা হয়েছে। একটু দূর থেকে দেখলে মনে হবে একটা চেহারা ভাঁটার মত জ্বলছে। হ্যালোউইন সম্বন্ধে আমি অন্তত এমনটাই জানি। শুনে তো বেশ মজার মনে হয়। আর আফসোস হয় এমনটা আমাদের দেশে নেই বলে। বাচ্চারা আমাদের বাসায় ভূত সেজে এসে যদি বলত trick or treat, আমি বলতাম, ok trick. দেখিই না ওরা কেমন করে ফাঁদে ফেলতে চেষ্টা করে। আমি জিতে গেলে তো আমার চকলেট আমারই থাকল। আর হারলে ওরা একটু আনন্দ পেল। ইউরোপ আমেরিকার কিছু কিছু জিনিস আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়। যেমন ফ্যান্সি ড্রেস পার্টি। যে যেমন খুশি একটা কিছু সেজে এল। হতে পারে সেটা ভিনগ্রহের প্রাণী অথবা মধ্যযুগের সেনাপতি। তারপর ওদের স্কুলগুলো দেখলেও খুব পড়তে ইচ্ছা করে। ভেন্ডিং মেশিন থেকে জিনিস বের করা, ফাঁকা ফাঁকা রাস্তা, নববর্ষ আর বড়দিনের উৎসব, বন্ধুদের নিয়ে ক্যাম্পফায়ার, কিছুদিনের জন্য এসবের অভিজ্ঞতা নিয়ে আসতে পারলে মন্দ হয় না। আমার খুব নিউজিল্যান্ড আর গ্রিসে যেতে ইচ্ছা করে। নিউজিল্যান্ড বললেই খুব ঠান্ডা আর সুন্দর একটা জায়গার ছবি চোখে ভেসে ওঠে। আর গ্রিস ভাবলেই মনে হয় যেন ওখানে পা ফেললেই আমি অনেক অনেক বছর আগের একটা সময়ে চলে যাব। পথে প্লেটো সক্রেটিসকে দেখা যাবে। স্টেডিয়ামের মত দেখতে থিয়েটারে নাটক চলবে। দারুণ ব্যাপার! আমাকে প্যারিসে যেতে হবে লুভ জাদুঘরে একবার ঢুঁ মেরে আসার জন্য, রোমে গিয়ে জুলিয়াস সিজারের রাজত্ব পর্যবেক্ষণ করতে হবে, স্পেনে তো না গেলেই না, দেখতে হবে জার্মানি শুনলেই যে আমার একটা কাঠখোট্টা জায়গা মনে হয় সেটা সত্যি কিনা। এ তো গেল কেবল ইউরোপের একটা অংশ। আফ্রিকা আর ল্যাটিন আমেরিকা তো পড়েই রইল। এত ফিরিস্তি দিতে গেলে উপন্যাস হয়ে যাবে। তবে দরকার ছাড়া মধ্যপ্রাচ্যে যাওয়া হবে না। বেশি সাধাসাধি করলে বড়জোর দুবাই, ব্যস। কিন্তু এত সময় সুযোগ কোথায় পাই! টাকা পয়সাই বা কোত্থেকে আসবে! খুবই চিন্তার বিষয়।

No comments: