Sunday, November 11, 2007
তত্ত্ববাদী
আমি মনে হয় আঁতেল টাইপের হয়ে যাচ্ছি। শুধু simile metaphor allegory এসব চলে আসে মাথায়। আজকে টেবিলের উপর এক ঠোঙা চিনাবাদাম দেখেও আমার মধ্যে উচ্চমার্গীয় তত্ত্বের নাচানাচি শুরু হল। সেদিন এক বন্ধু বাদাম কিনেছিল। বেচারীর দুই টাকার আধমুঠো বাদামের মধ্যে নষ্টই গেল কয়েকটা। তার উপর আবার আমার হাভাতে চোখের জুলজুলে চাহনি উপেক্ষা করতে না পেরে দানছত্রও করতে হয়েছে। তাই কাল উদাস হয়ে বাবাকে বলেছিলাম বাদামে কত ভিটামিন অথচ কতদিন বাদাম খাই না! আজকে দেখি হাজির। আমার তো মনেই ছিল না, তাঁর ঠিকই মনে ছিল। ভাবলাম, বাবা মাকে কত কষ্ট দিই, তাদের সন্তুষ্টির জন্য জীবনে কিছু করতে পারব তো? সঙ্গে খানিকটা ভাবের কথাও জুড়ে গেল। মনে হল, পরিবার যেন বাদামের মত। বাবা মা উপরের দুই পরত খোসা হয়ে ভেতরের আমাদেরকে সারাক্ষণই ঘিরে রাখেন। আর আমরা বেশিরভাগ সময়েই প্রয়োজনেরটা রেখে আঙ্গুলে ভেঙে হাতে কচলে বাকি সবটা ফেলে দিই। তবে এই তুলনাটা মোটেও যথাযথ হয়নি। আমার আঁতলামি বোঝানোর জন্য উল্লেখ করলাম।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment