Sunday, November 11, 2007
অন্তরীক্ষ
নতুন একটা গ্রহ পাওয়া গেছে। গ্রহটা আমাদের সৌরজগতের বাইরে। পৃথিবী থেকে দূরত্ব সম্ভবত ৪১ আলোকবর্ষ। কিছুদিন পরপরই নতুন নতুন গ্রহ নক্ষত্র ধূমকেতু এটা সেটার সন্ধান পাওয়া যায়। তাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোন প্রভাব পড়ে না। মহাবিশ্বের কাছে আমরা কত ক্ষুদ্র! রাতের আকাশের দিকে তাকালে শহরে তেমন কিছুই চোখে পড়ে না। তবে গ্রামের দিকে যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে অগুণতি তারা দেখতে পাওয়া যায়। কালপুরুষ, লুব্ধক, সপ্তর্ষিমন্ডল এসব খুঁজে দেখতে খুব উৎসাহ পেয়ে বসে। শুয়ে থেকে এমনভাবে যদি আকাশের দিকে তাকানো যায় যেন দৃষ্টির সীমানায় আকাশ ছাড়া আর কোন কিছু না আসে, তখন কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে হয় আমি পৃথিবীর চূড়ায় খুব নাজুক একটা জায়গায় আছি। একটুখানি নড়াচড়া করলেই টাল খেয়ে গোলাকার জিনিসটার গা বেয়ে গড়াতে গড়াতে অজানা অসীমে বিলুপ্ত হয়ে যাব। সেই সাথে নিজেকে অতি তুচ্ছও মনে হয়। হয়ত এসবের জন্যই প্রকৃতির সাথে মানুষের এত মাখামাখি। অধরা আকাশ, বিশাল নদী, বিরাট পাহাড় বা কূলহারা সমুদ্রের সামনে একধরণের হাহাকারের মত লাগে। মনে হয় I am nothing but an insignificant human being! আমার ধারণা এরকম সময়ে কিছুক্ষণের জন্য হলেও খারাপ ভাবনা দূরে সরে যায়। নিজেকেই যেখানে ক্ষুদ্র লাগে সেখানে নিজের ভেতরকার ক্ষুদ্রতা আরও ক্ষুদ্র হয়ে পড়ে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment