Friday, May 2, 2008
জীবন কেমন কাটে
অলস সময়ে হঠাৎ ভাবনা এল, আমাদের জীবন আসলে কেমন করে কাটে। জন্মের পর সবার আদর সোহাগে বেড়ে ওঠা, পড়াশোনায় সবসময় প্রথম সারিতে থাকার চেষ্টা করা, সঙ্গী সাথীদের নিয়ে কিছু নির্ভেজাল সুখদুঃখের সময় কাটানো। দেখতে দেখতে শৈশব চলে যায়। তারপর কি? আবারও বইপুস্তকের রাজ্যে হিমশিম খাওয়া, কারো কারো ক্ষেত্রে ফাঁকফোকরে সফল বা ব্যর্থ কোন এক বা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া, ভাল অথবা মন্দ অথবা মাঝারি গোছের একটা রেজাল্ট থলেতে গুঁজে দুয়ারে দুয়ারে চাকরির জন্য উঁকিঝুঁকি মারা। আর তারও পরে? দিনের পর দিন সেই বাসা টু অফিস অফিস টু বাসা কিংবা কারো কারো জন্য কেবলই চার দেয়ালের গন্ডির মধ্যে বসবাস। ছেলেপুলে মানুষ করা, তাদের পেছনে মাথার ঘাম পায়ে ফেলা। একদিন চুলে পাক, চামড়ায় ভাঁজ আর দেখতে দেখতে ভবলীলার পাট চুকিয়ে অগস্ত যাত্রা। সাকুল্যে তাহলে এই কি জীবন? সময়ের চাকাকে ঘোরানোর জন্যই আমাদের এত আয়োজন? সাধারণ একজন মানুষের জীবন মানে কি? শৈশব থেকেই আমরা চেষ্টা করে যাই সফল হবার। কেমন এই সফলতা? রিপোর্ট কার্ডে A+ পাওয়া। বয়স বাড়ার সাথে সাথে আচার আচরণে স্থিরতা এবং সততা চর্চা করা। আমরা জেনে নিয়েছি যে জ্ঞান অর্জন আর সুশীল আচরণ আয়ত্ত করা মানেই সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি হাতে পাওয়া। একদিন নিজের রুটি রুজির পন্থা আবিষ্কার করি। হাতে আসে বিত্তবৈভব। বস্তুগত চাহিদা পূরণ হয় অনেকটাই। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব নিয়ে হেসেখেলে কাটিয়ে দিই বছরের পর বছর। পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চালিত করি জীবনগঠনের একই মূলমন্ত্র। এই পরিক্রমা চলে আসছে যুগের পর যুগ। এটাই কি জীবন? যদি তা না হত তাহলেই বা কেমন হতে পারত?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
জীবনের ছক কি আমাদের এক, এইরকম?
জীবন হতে পারত, বা হয়, ওইরকম, অন্যরকম। অর্থবিত্তরুচিচিত্তবিভাজনভেদে আপনিতিনিআমিসবাই আলাদা। ফলে চার দেয়াল টানা হয় না কারও; মানুষ করা দূরে থাক, কারও ছেলেপুলেই হয় না, বা নেন না; পরিণতবোধ উপচে পড়লে সততাও চর্চা হয় না, বা সততা সংজ্ঞায়িত হয় অন্যতলে।
ফলে জীবন আমাদের কেমন কাটে- এ ভাবনার কোনো সাবির্কীকরণ, সরলীকরণ বা তুল্যমূল্য সমীকরণ খুঁজে পাই না। পান?
আশেপাশের বন্ধু আত্মীয়দের দিকে তাকালে ঘুরে ফিরে আমার একরকম সমীকরণই চোখে পড়ে। হয়ত কিছুটা এদিক সেদিক হয় কিন্তু বেশিরভাগ মানুষের জীবন ঘেঁটে দেখলে এমনটাই তো পাওয়া যায়। আমি বলি না এমন করে বেঁচে থাকা ভুল। কেবল মাঝে মাঝে ভাবতে ভাল লাগে, অন্য কোন কিছু হলে কেমন হতে পারত?
Well! I think that is not everything-'THE CIRCLE'. But definitely something coz we have to live like social beings... But we may find some people can find the meaning of life... what NAZRUL said- "to enjoy the life"
it is not about hedonism but about the discovery of the spirit of life which is beyond the mundane circle of life that you have described immaculately in your blog...
Carry on dear friend...
Post a Comment